৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াতঃ ৩৯
৭৪:৩৯ اِلَّاۤ اَصۡحٰبَ الۡیَمِیۡنِ ﴿ؕۛ۳۹﴾
الا اصحب الیمین ﴿۳۹﴾

কিন্তু ডান দিকের লোকেরা নয়, আল-বায়ান

কিন্তু ডান পাশের লোকেরা নয়। তাইসিরুল

তবে ডান পার্শ্বস্থ ব্যক্তিগণের নয়। মুজিবুর রহমান

Except the companions of the right, Sahih International

৩৯. তবে ডান পন্থীরা নয়,

-

তাফসীরে জাকারিয়া

(৩৯) তবে ডান হাত-ওয়ালারা নয়। [1]

[1] অর্থাৎ, তারা নিজেদের পাপের শিকলে বন্দী হবে না, বরং তারা নিজেদের নেক আমলের কারণে মুক্ত থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান