পরিচ্ছেদঃ ১০: রাতে উঠে মিসওয়াক দ্বারা যা করবে
১৬২২. মুহাম্মাদ ইবনু আবদুল আ'লা (রহ.) ..... হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) যখন রাতে ঘুম হতে (তাহাজ্জুদের সালাত আদায়ের জন্যে) জাগ্রত হতেন তার মুখ মিসওয়াক দ্বারা পরিষ্কার করতেন।
باب مَا يَفْعَلُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ مِنَ السِّوَاكِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا خَالِدٌ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنٍ، قال: سَمِعْتُ أَبَا وَائِلٍ يُحَدِّثُ، عَنْحُذَيْفَةَ، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1623 - صحيح
Using siwak when getting up to pray at night
It was narrated that Hudhaifah said: When the Messenger of Allah (ﷺ) got up to pray tahajjud at night, he would brush his teeth with the siwak.