পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৯২. ইসমাঈল ইবনু মাস'উদ (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) তোমাদের সদ্য সমাপ্ত সালাতের মতো দু' রাক্আত সালাত আদায় করেছিলেন আর তখন সূর্য গ্রহণের কথা উল্লেখ করলেন।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قال: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى رَكْعَتَيْنِ مِثْلَ صَلَاتِكُمْ هَذِهِ وَذَكَرَ كُسُوفَ الشَّمْسِ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1493 - صحيح
Another version
It was narrated from Abu Bakrah that: The Messenger of Allah (ﷺ) prayed two rak'ahs like this prayer of yours, and he mentioned the eclipse of the sun.