৩৪৬

পরিচ্ছেদঃ ১২) নারীদের গৃহে নামায আদায় ও গৃহে অবস্থান করার প্রতি উদ্বুদ্ধকরণ এবং ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৪৬. (সহীহ্) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে আরো বর্ণিত। নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: ’’নারী গোপন বস্ত্ত। সে যখন ঘর থেকে বের হয় শয়তান তাকে উঁকি মেরে দেখে।’’

(হাদীছটি বর্ণনা করেছেন তিরমিযি ১১৮৩ তিনি বলেন: হাদীছটি হাসান সহীহ্ গরীব। আরো বর্ণনা করেছেন ইবনে খুযায়মা ৩/৯৩ ও ইবনে হিব্বান ৫৫৭। তবে ইবনে হিব্বানের বর্ণনা এ রকমঃ

وَأَقْرَبُ مَا تَكُونُ مِنْ وَجْهِ رَبِّهَا وَهِيَ فِي قَعْرِ بَيْتِهَا

’’সবচেয়ে বেশী সে তার পালনকর্তার নিকটবর্তী হবে যখন সে নিজ ঘরের নির্জন স্থানে থাকবে।’’

ترغيب النساء في الصلاة في بيوتهن ولزومها وترهيبهن من الخروج منها

(صحيح) وَعَنْه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ "رواه الترمذي وقال حديث حسن صحيح غريب وابن خزيمة وابن حبان

(صحيح) وعنه عن النبي صلى الله عليه وسلم قال المراة عورة فاذا خرجت استشرفها الشيطان "رواه الترمذي وقال حديث حسن صحيح غريب وابن خزيمة وابن حبان

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)