পরিচ্ছেদঃ ১২) নারীদের গৃহে নামায আদায় ও গৃহে অবস্থান করার প্রতি উদ্বুদ্ধকরণ এবং ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন
৩৪৭. (হাসান লিগাইরিহী) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’কোন নারী যদি নিজ গৃহের অন্ধকার নির্জন স্থানে নামায আদায় করে তাহলে সেই নামাযের চেয়ে এমন কোন স্থানের নামায পাওয়া যাবে না যা আল্লাহর নিকট বেশী পছন্দনীয় হবে।’’
(ত্বাবরানী [কাবীর গ্রন্থে] হাদীছটি বর্ণনা করেছেন)
ترغيب النساء في الصلاة في بيوتهن ولزومها وترهيبهن من الخروج منها
(حسن لغيره) وَعَنْه أيضا رَضِيَ اللَّهُ عَنْهُ قال: ما صلت امرأة من صلاة أحب الْمَرْأَةُ إِلَى اللهِ من أَشَدِّ مَكَانٍ فِي بَيْتِهَا ظُلْمَةً. رواه الطبراني في الكبير
(حسن لغيره) وعنه ايضا رضي الله عنه قال: ما صلت امراة من صلاة احب المراة الى الله من اشد مكان في بيتها ظلمة. رواه الطبراني في الكبير
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)