৩৪৫

পরিচ্ছেদঃ ১২) নারীদের গৃহে নামায আদায় ও গৃহে অবস্থান করার প্রতি উদ্বুদ্ধকরণ এবং ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৪৫. (সহীহ্) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ ’’কোন নারীর নিজ ঘরে নামায পড়া বাড়ীর উঠানে নামায পড়ার চাইতে উত্তম। আর ঘরের মধ্যে মূল্যবান বস্ত্ত সংরক্ষণের জন্যে যে ষ্টোর থাকে তার মধ্যে নামায পড়া ঘরের মধ্যে নামায পড়ার চাইতে উত্তম।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ৫৭০, ইবনে খুযায়মা [তাঁর ছহীহ্ গ্রন্থে] ৩/৯৫, মাযমাউল যাওয়ায়েদ ২/৩৫)

ترغيب النساء في الصلاة في بيوتهن ولزومها وترهيبهن من الخروج منها

(صحيح) و عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا (رواه أبو داود وابن خزيمة في صحيحه)

صحيح و عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال صلاة المراة في بيتها افضل من صلاتها في حجرتها وصلاتها في مخدعها افضل من صلاتها في بيتها رواه ابو داود وابن خزيمة في صحيحه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)