পরিচ্ছেদঃ ২৬: মুসাফির অবস্থায় অন্ধকারে ফজরের সালাত আদায় করা
৫৪৬. ইসহাক ইবনু ইবরাহীম (রহ.)… আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মহিলাগন রাসূলুল্লাহ (সা.) -এর সাথে চাদর পরিহিত অবস্থায় ফজরের সালাত আদায় করে বাড়ি ফিরতেন আর অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতে পারত না।
التغليس في السفر
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قالت: كُنَّ النِّسَاءُ يُصَلِّينَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، فَيَرْجِعْنَ فَمَا يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/المساجد ۴۰ (۶۴۵)، سنن ابن ماجہ/الصلاة ۲ (۶۶۹)، مسند احمد ۶/ ۳۷، (تحفة الأشراف: ۱۶۴۴۲) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 547 - صحيح
26. At-Taghlis (Praying Fajr While It Is Still Dark) While Travelling
It was narrated that 'Aishah said: The women used to pray Subh with the Messenger of Allah (ﷺ), wrapped in their wrappers, then they would return, and no one would recognize them because of the darkness.