পরিচ্ছেদঃ ৪৪. ওয়াসীয়াতকারীর পূর্বেই যদি ওয়াসীয়াতকৃত ব্যক্তি মৃত্যুবরণ করে
৩৩৪২. আবী ইসহাক সাবিঈ হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট বর্ণনা করা হয়েছে যে, হাসানের মতো আলী রাদ্বিয়াল্লাহু আনহু তা জায়িয বলতেন।[1]
باب إِذَا مَاتَ الْمُوصَى قَبْلَ الْمُوصِي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ عَنْ أَشْعَثَ عَنْ أَبِي إِسْحَقَ السَّبِيعِيِّ قَالَ حُدِّثْتُ أَنَّ عَلِيًّا كَانَ يُجِيزُهَا مِثْلَ قَوْلِ الْحَسَنِ
حدثنا محمد بن عيينة عن علي بن مسهر عن اشعث عن ابي اسحق السبيعي قال حدثت ان عليا كان يجيزها مثل قول الحسن
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ। দেখুন, আগের টীকাটি।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/১৫৫ নং ১০৭৮৭।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/১৫৫ নং ১০৭৮৭।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ ইসহাক (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২২. ওয়াসিয়াত অধ্যায় (كتاب الوصايا)