পরিচ্ছেদঃ ২৮. ওয়ারিসের (উত্তরাধিকারী’র) জন্য ওয়াসীয়াত
৩২৯৭. আবী কিলাবাহ (রহঃ) বলেন, ওয়ারিসের জন্য ওয়াসীয়াত করা জায়িয নয়।[1]
باب الْوَصِيَّةِ لِلْوَارِثِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ أَبِي قِلَابَةَ قَالَ لَا يَجُوزُ لِوَارِثٍ وَصِيَّةٌ
حدثنا عمرو بن عون اخبرنا خالد عن خالد عن ابي قلابة قال لا يجوز لوارث وصية
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: আমি এটি অন্য কোথাও পাইনি।
তাখরীজ: আমি এটি অন্য কোথাও পাইনি।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ কিলাবাহ্ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২২. ওয়াসিয়াত অধ্যায় (كتاب الوصايا)