৮৪১

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮৪১(৭৯). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবু মুলায়কা আল-মাক্কী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ)-এর নিকট নিফাসগ্রস্ত নারী সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই প্রসংগে জিজ্ঞেস করা হলে তিনি তাকে চল্লিশ দিন অপেক্ষমাণ থাকার (নামায ছেড়ে দেয়ার) নির্দেশ দেন, অতঃপর সে গোসল করে পবিত্র হবে এবং নামায পড়বে। আতা (রহঃ) হাদীসশাস্ত্রে পরিত্যক্ত।

ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ - إِمْلَاءً - ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ زَيْدٍ ، ثَنَا سَعْدُ بْنُ الصَّلْتِ ، ثَنَا عَطَاءُ بْنُ عَجْلَانَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ الْمَكِّيِّ ، قَالَ سُئِلَتْ عَائِشَةُ عَنِ النُّفَسَاءِ ، فَقَالَتْ : " سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ ذَلِكَ ، فَأَمَرَهَا أَنْ تُمْسِكَ أَرْبَعِينَ لَيْلَةً ، ثُمَّ تَغْتَسِلُ ثُمَّ تَطَهَّرُ فَتُصَلِّي " . عَطَاءٌ مَتْرُوكُ الْحَدِيثِ

ثنا عبد الله بن ابي داود - املاء - ثنا اسحاق بن ابراهيم بن زيد ، ثنا سعد بن الصلت ، ثنا عطاء بن عجلان ، عن عبد الله بن ابي مليكة المكي ، قال سىلت عاىشة عن النفساء ، فقالت : " سىل رسول الله - صلى الله عليه وسلم - عن ذلك ، فامرها ان تمسك اربعين ليلة ، ثم تغتسل ثم تطهر فتصلي " . عطاء متروك الحديث

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)