পরিচ্ছেদঃ লেবাস-পোশাক
(৩৩১৫) বারা’ ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির লম্বা ছিলেন। আমি তাঁকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। আমি তাঁর চাইতে অধিক সুন্দর আর কাউকে দেখিনি।’
وَعَنِ الْبَرَاءِ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ ﷺ مَرْبُوعاً وَلَقَدْ رَأيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ مَا رَأيْتُ شَيْئاً قَطُّ أحْسَنَ مِنْهُ متفقٌ عَلَيْهِ
وعن البراء قال : كان رسول الله ﷺ مربوعا ولقد رايته في حلة حمراء ما رايت شيىا قط احسن منه متفق عليه
(বুখারী ৩৫৫১, মুসলিম ৬২১০)