পরিচ্ছেদঃ লেবাস-পোশাক
(৩৩১৪) সামুরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান কর। কেননা, তা সবচেয়ে পবিত্র ও উৎকৃষ্ট। আর ওতেই তোমাদের মৃতদেরকে কাফন দাও।
وَعَن سَمُرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ اِلْبَسُوا البَيَاضَ فَإنَّهَا أَطْهَرُ وَأطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ رواه النسائي والحاكم وقال حديث صحيح
وعن سمرة قال : قال رسول الله ﷺ البسوا البياض فانها اطهر واطيب وكفنوا فيها موتاكم رواه النساىي والحاكم وقال حديث صحيح
(নাসাঈ ১৮৯৬, হাকেম ১৩০৯, তিনি বলেন হাদীসটি সহীহ)