২৯৬৭

পরিচ্ছেদঃ যা মিথ্যা বলে মনে হয় না

(২৯৬৭) বাহয বিন হাকীম, তিনি নিজ পিতা হতে বর্ণিত, তাঁর (বাহযের) দাদা বলেছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’সর্বনাশ সেই ব্যক্তির, যে লোককে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা বলে। তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ।

عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ قَالَ حَدَّثَنِى أَبِى عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ وَيْلٌ لِلَّذِى يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

عن بهز بن حكيم قال حدثنى ابى عن ابيه قال سمعت رسول الله ﷺ يقول ويل للذى يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব