লগইন করুন
পরিচ্ছেদঃ ২৬: রাতের সালাত কিভাবে আদায় করতে হবে?
১৬৬৯. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সা.) -কে মিম্বারে দণ্ডায়মান থাকাকালীন রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করা হলে বলতে শুনেছি, দু' রাকআত দু' রাকআত (করে আদায় করবে) যখন তুমি সকাল হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকআত বিতর আদায় করে নিবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يُسْأَلُ عَنْ صَلَاةِ اللَّيْلِ، فَقَالَ: مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِرَكْعَةٍ . تخریج دارالدعوہ: سنن ابن ماجہ/الإقامة ۱۷۱ (۱۳۲۰)، (تحفة الأشراف: ۸۵۸۵)، مسند احمد ۳/۱۰، ۷۵ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1670 - صحيح
How to pray at night
It was narrated that Ibn Umar said: I heard the Messenger of Allah (ﷺ) on the minbar, when he was asked about prayers at night, say: Two by two, then if you fear that dawn will come, pray witr with one rak'ah.'