৫৬৪

পরিচ্ছেদঃ মুশরিকদের সাথে মুসলিমদের সিজদাহ করা অথচ মুশরিক হল নাপাক, তার অযু নেই

৫৬৪) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা নাজম পাঠ করার সময় সিজদাহ করেছেন। হাদীছটি আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধু এতটুকু বাড়িয়ে বলা হয়েছে যে, তখন তাঁর সাথের মুসলিম, মুশরিক এবং জিন-ইনসান সকলেই সিজদাহ করল।

باب سُجُودِ الْمُسْلِمِينَ مَعَ الْمُشْرِكِينَ

৫৬৪ـ وَحَدِيْثُهُ أَنَّ النَّبِيَّ سَجَدَ بِالنَّجْمِ قَدْ تَقَدَّمَ قَرِيْباً مِنْ رِوَايَةِ ابنِ مَسْعُوْدٍ وَزَادَ فِيْ هذِهِ الرِّوَايَةِ: وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. (بخارى:১০৭১)

The prostrattion of Muslims along with Al-Mushrikun; and a Mushrik is Najasun (impure) and does not perform ablution;


Narrated Ibn `Abbas: The Prophet (ﷺ) I prostrated while reciting An-Najm and with him prostrated the Muslims, the pagans, the jinns, and all human beings.