৫৬৩

পরিচ্ছেদঃ সূরা সোয়াদের সিজদাহ

৫৬৩) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ সূরা সোয়াদের সিজদাহ জরুরী নয়। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা পাঠ করার সময় সিজদাহ করতে দেখেছি।

টিকাঃ বিশুদ্ধ মতে তিলাওয়াতের সিজদাহ ওয়াজিব নয়; বরং তা মুস্তাহাব।

بَابُ سَجْدَةِ {ص}

৫৬৩ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ ص لَيْسَت مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ يَسْجُدُ فِيهَا.

৫৬৩ـ عن ابن عباس رضي الله عنهما قال ص ليست من عزاىم السجود، وقد رايت النبي يسجد فيها.

To prostrate while reciting Surat Sad (No. 38)


Narrated Ibn `Abbas:

The prostration of Sa`d is not a compulsory one but I saw the Prophet (ﷺ) prostrating while reciting it.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৭. কুরআন তিলাওয়াতের সিজদাহ (كتاب سجود القرأن)