মুখতাসার সহীহ আল-বুখারী ১৭. কুরআন তিলাওয়াতের সিজদাহ (كتاب سجود القرأن) - Prostration During Recital of Qur'an
৫৬২

পরিচ্ছেদঃ কুরআন তিলাওয়াতের সিজদাহ ও তার সুন্নাতী তরীকা

৫৬২) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় অবস্থানকালে সূরা নাজম পাঠ করলেন এবং তাতে সিজদাহ করলেন। মাত্র একজন বৃদ্ধলোক ব্যতীত তাঁর সাথের সকলেই সিজদাহ করল। সে এক মুষ্ঠি পাথর অথবা মাটি নিয়ে কপাল পর্যন্ত উঠিয়ে বললঃ আমার জন্য এতটুকুই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেনঃ পরবর্তীতে আমি দেখলামঃ লোকটি কাফের অবস্থায় নিহত হয়েছে।

باب مَا جَاءَ فِي سُجُودِ الْقُرْآنِ وَسُنَّتِهَا

৫৬২ـ عَنْ عَبْدِاللَّهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ: قَرَأَ النَّبِيُّ النَّجْمَ بِمَكَّةَ، فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخٍ، أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ، فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ: يَكْفِينِي هَذَا، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا. (بخارى:১০৬৭)

৫৬২ عن عبدالله بن مسعود قال قرا النبي النجم بمكة فسجد فيها وسجد من معه غير شيخ اخذ كفا من حصى او تراب فرفعه الى جبهته وقال يكفيني هذا فرايته بعد ذلك قتل كافرا بخارى১০৬৭

Prostrations during the recitation of the Qur'an


Narrated `Abdullah bin Mas`ud:

The Prophet (ﷺ) recited Suratan-Najm (103) at Mecca and prostrated while reciting it and those who were with him did the same except an old man who took a handful of small stones or earth and lifted it to his forehead and said, "This is sufficient for me." Later on, I saw him killed as a non-believer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
১৭. কুরআন তিলাওয়াতের সিজদাহ (كتاب سجود القرأن) Prostration During Recital of Qur'an
৫৬৩

পরিচ্ছেদঃ সূরা সোয়াদের সিজদাহ

৫৬৩) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ সূরা সোয়াদের সিজদাহ জরুরী নয়। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা পাঠ করার সময় সিজদাহ করতে দেখেছি।

টিকাঃ বিশুদ্ধ মতে তিলাওয়াতের সিজদাহ ওয়াজিব নয়; বরং তা মুস্তাহাব।

بَابُ سَجْدَةِ {ص}

৫৬৩ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ ص لَيْسَت مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ يَسْجُدُ فِيهَا.

৫৬৩ عن ابن عباس رضي الله عنهما قال ص ليست من عزاىم السجود وقد رايت النبي يسجد فيها

To prostrate while reciting Surat Sad (No. 38)


Narrated Ibn `Abbas:

The prostration of Sa`d is not a compulsory one but I saw the Prophet (ﷺ) prostrating while reciting it.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
১৭. কুরআন তিলাওয়াতের সিজদাহ (كتاب سجود القرأن) Prostration During Recital of Qur'an
৫৬৪

পরিচ্ছেদঃ মুশরিকদের সাথে মুসলিমদের সিজদাহ করা অথচ মুশরিক হল নাপাক, তার অযু নেই

৫৬৪) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা নাজম পাঠ করার সময় সিজদাহ করেছেন। হাদীছটি আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধু এতটুকু বাড়িয়ে বলা হয়েছে যে, তখন তাঁর সাথের মুসলিম, মুশরিক এবং জিন-ইনসান সকলেই সিজদাহ করল।

باب سُجُودِ الْمُسْلِمِينَ مَعَ الْمُشْرِكِينَ

৫৬৪ـ وَحَدِيْثُهُ أَنَّ النَّبِيَّ سَجَدَ بِالنَّجْمِ قَدْ تَقَدَّمَ قَرِيْباً مِنْ رِوَايَةِ ابنِ مَسْعُوْدٍ وَزَادَ فِيْ هذِهِ الرِّوَايَةِ: وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. (بخارى:১০৭১)

৫৬৪ وحديثه ان النبي سجد بالنجم قد تقدم قريبا من رواية ابن مسعود وزاد في هذه الرواية وسجد معه المسلمون والمشركون والجن والانس بخارى১০৭১

The prostrattion of Muslims along with Al-Mushrikun; and a Mushrik is Najasun (impure) and does not perform ablution;


Narrated Ibn `Abbas:

The Prophet (ﷺ) I prostrated while reciting An-Najm and with him prostrated the Muslims, the pagans, the jinns, and all human beings.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
১৭. কুরআন তিলাওয়াতের সিজদাহ (كتاب سجود القرأن) Prostration During Recital of Qur'an
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে