৫০৬

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে খুতবা প্রদান করা

৫০৬) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। অতঃপর মাঝখানে সামান্য সময় বসে পুনরায় দাঁড়াতেন যেমন তোমরা আজকাল করে থাক।

باب الْخُطْبَةِ قَائِمًا

৫০৬ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ: كَانَ النَّبِيُّ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ.

To deliver the Khutba while standing


Narrated Ibn `Umar: The Prophet (ﷺ) used to deliver the Khutba while standing and then he would sit, then stand again as you do now-a-days