১৬৭

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে এবং বসে উভয় অবস্থায় পেশাব করা

১৬৭) হুজায়ফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন গোত্রের আবর্জনা ফেলার স্থানে আগমণ করে তথায় দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর তিনি পানি আনতে বললে আমি পানি নিয়ে আসলাম। তিনি তা দিয়ে অযু করলেন।

باب الْبَوْلِ قَائِمًا وَقَاعِدًا

১৬৭ـ عَنْ حُذَيْفَةَ قَالَ: أَتَى النَّبِيُّ سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.

To pass urine while standing and sitting


Narrated Hudhaifa: Once the Prophet (ﷺ) went to the dumps of some people and passed urine while standing. He then asked for water and so I brought it to him and he performed ablution.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ