১৬৬

পরিচ্ছেদঃ শিশুদের পেশাব প্রসঙ্গে

১৬৬) উম্মে কায়েস বিনতে মিহসান (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা তাঁর একটি শিশু পুত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আসলেন। শিশুটি তখনও খাদ্য গ্রহণ শুরু করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুটিকে নিজের কোলে বসালে শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি আনতে বললেন। পানি আনা হলে তিনি কাপড়ের উপর পানি ছিটিয়ে দিলেন কিন্তু কাপড় ধৌত করলেন না।

টিকাঃ তবে কন্যা সন্তান কাপড়ে পেশাব করে দিলে অবশ্যই ধৌত করতে হবে। এই পার্থক্য শুধু দুধ পান করার মেয়াদের মধেই সীমাবদ্ধ। এর পর থেকে যখন শক্ত খাবার শুরু করবে তখন থেকে বালক-বালিকা উভয়ের পেশাবই নাপাক বলে বিবেচিত হবে।

باب بَوْلِ الصِّبْيَانِ

১৬৬ـ عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ رَضِيَ الله عَنْهَا: أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ ، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ، فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ. (بخارى:২২৩)

১৬৬ـ عن ام قيس بنت محصن رضي الله عنها: انها اتت بابن لها صغير، لم ياكل الطعام الى رسول الله ، فاجلسه رسول الله في حجره، فبال على ثوبه، فدعا بماء، فنضحه ولم يغسله. (بخارى:২২৩)

The urine of children


Narrated Um Qais bint Mihsin:

I brought my young son, who had not started eating (ordinary food) to Allah's Messenger (ﷺ) who took him and made him sit in his lap. The child urinated on the garment of the Prophet, so he asked for water and poured it over the soiled (area) and did not wash it.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء)