কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৮৩
পরিচ্ছেদঃ ১৫/৯৭. কুবা মসজিদ ও সেখানে সালাত আদায়ের ফযীলত এবং তা যিয়ারত করা।
৮৮৩. ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন।
সহীহুল বুখারী, পর্ব ২০: মক্কাহ ও মদীনাহর মসজিদে সালাতের মর্যাদা, অধ্যায় ৪, হাঃ ১১৯৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৯৭, হাঃ ১৩৯৯
فضل مسجد قباء وفضل الصلاة فيه وزيارته
حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا