কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৫১১
পরিচ্ছেদঃ জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম
(২৫১১) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, (তিনি বলেন,) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ক্রেতাকে ধোঁকা দিয়ে মূল্য বৃদ্ধি করার) দালালি করতে নিষেধ করেছেন।
(বুখারী ২১৪২, মুসলিম ৩৮৯৩)
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ ﷺ نَهىَ عَنِ النَّجْشِ متفق عَلَيْهِ