হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৫৭৯
পরিচ্ছেদঃ তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে দুইজন মুসলিম ব্যক্তির সংগোপনে কথা বলার ব্যাপারে হুশিয়ারী
৫৭৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তৃতীয় ব্যক্তিকে রেখে দুইজনে গোপন আলাপে লিপ্ত হবে না।”[1]
[1] হুমাইদী: ৬৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৮১; মুসনাদ আহমাদ: ২/৪৫; সহীহ মুসলিম: ২১৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৮৯; সহীহ আল বুখারী: ৬২৮৮; আদাবুল মুফরাদ: ১১৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০৮।
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪০২।)
ذِكْرُ الزَّجْرِ عَنْ تَنَاجِي الْمُسْلِمَيْنِ بِحَضْرَةِ ثَالِثٍ معهما
أخبرنا الحسن بن سفيان قال: حدثا وهب بن بقية قال: أخبرنا خالد عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يتناجى اثنان دون الثالث.) الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 579 | خلاصة حكم المحدث: صحيح.