হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৮৩৪
পরিচ্ছেদঃ ৪৪. খাওয়ার সময় একত্রে দু’টি খেজুর নেয়া
৩৮৩৪। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তোমার সাথীর অনুমতি ছাড়া একত্রে দু’টি খেজুর তুলে খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।[1]
সহীহ।
[1]. বুখারী, মুসলিম।
بَابُ الْإِقْرَانِ فِي التَّمْرِ عِنْدَ الْأَكْلِ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الإِقْرَانِ، إِلَّا أَنْ تَسْتَأْذِنَ أَصْحَابَكَ صحيح
Ibn ‘Umar said:
The Messenger of Allah(ﷺ) prohibited anyone taking two dates together with the exception that you ask permission from your companions.