পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
২২৬. (সহীহ) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বেলালকে বললেনঃ ’’হে বেলাল! ইসলামে তুমি এমন কোন (নফল) আমল করেছো যা তোমার কাছে সর্বাধিক আশাম্বিত আমল। কেননা জান্নাতে আমার সম্মুখে তোমার জুতার আওয়ায আমি শুনেছি। তিনি বললেনঃ আমার দৃষ্টিতে তেমন আশাম্বিত কোন আমল আমি করিনি, তবে রাত বা দিনের যে কোন মুহূর্তে যখনই আমি পবিত্রতা অর্জন করেছি, তখনই সেই পবিত্রতা দ্বারা যতটুকু আমার ভাগ্যে লিখা আছে আমি সালাত আদায় করেছি।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ১১৪৯ ও মুসলিম ২৪৫৮)
الترغيب في ركعتين بعد الوضوء
(صحيح) عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي من أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ. رواه البخاري ومسلم
পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
২২৭. (সহীহ) উক্ববা বিন আমের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে কেউ ওযু করে এবং সুন্দরভাবে তা সম্পাদন করে, অতঃপর দু’রাকাআত সালাত আদায় করে- স্বীয় মুখমণ্ডল ও হৃদয় দ্বারা আগ্রহাম্বিত হয়ে তা আদায় করে[1], তবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়।’’
(হাদীছটি বর্ণনা করেছেন মুসলিম ২৩৪, আবু দাউদ ৯০৬, নাসাঈ ১/৯৫, ইবনু মাজাহ্ ৪৭০ ও ইবনু খুযায়মাহ্)
الترغيب في ركعتين بعد الوضوء
(صحيح) وَعَنْ عقبة بن عامر رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ وَيُصَلِّي رَكْعَتَيْنِ يُقْبِلُ بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ.
رواه مسلم وأبو داود والنسائي وابن ماجه وابن خزيمة
পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
২২৮. (সহীহ) যায়েদ বিন খালেদ আল জুহানী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যে ব্যাক্তি ওযু করে এবং সুন্দরভাবে তা সম্পাদন করে, অতঃপর এমনভাবে দু’রাকাআত সালাত আদায় করে যে তাতে কোন প্রকার ত্রুটি করে না, তবে তার পূর্বকৃত পাপরাশি ক্ষমা করে দেয়া হবে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ৯০৫)
الترغيب في ركعتين بعد الوضوء
(حسن صحيح) وَعَنْ زيد بن خالد الْجُهَنِيِّ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَهُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يَسْهُو فِيهِمَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ [ذَنْبِهِ] رواه أبو داود
পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
২২৯. (সহীহ) হুমরান থেকে বর্ণিত। তিনি ছিলেন উছমান বিন আফ্ফান (রাঃ) এর ত্রুীতদাস। তিনি দেখলেন, উছমান বিন আফ্ফান (রাঃ) ওযুর পানি আনতে বললেন, তারপর পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তিনবার ধৌত করলেন। অতঃপর তিনি ডান হাত পানির মধ্যে প্রবেশ করালেন, কুলি করলেন, নাকে পানি দিলেন ও নাক ঝাড়লেন। এরপর মুখমণ্ডল তিনবার এবং দু’হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন, অতঃপর মাথা মাসেহ করলেন ও পদদ্বয় তিনবার ধৌত করলেন। তারপর বললেন, আমার এই ওযুর মতই রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে আমি ওযু করতে দেখেছি। অতঃপর তিনি বলেছেনঃ ’’যে ব্যাক্তি আমার এই ওযুর মত ওযু করবে, অতঃপর দু’রাকআত সালাত আদায় করবে- তাতে কোন প্রকার আত্মসংলাপ করবে না, তবে তার পূর্বকৃত যাবতীয় পাপ ক্ষমা করা হবে।’’
(বুখারী ১৬৪ ও মুসলিম ২২৬ প্রমুখ হাদীছটি বর্ণনা করেছেন)
الترغيب في ركعتين بعد الوضوء
(صحيح) وَعَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا ثم قَالَ:
مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
. رواه البخاري ومسلم وغيرهما
পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
২৩০. (হাসান) আবু দারদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে একথা বলতে শুনেছি ’’যে ব্যাক্তি ওযু করবে এবং তা সুন্দরভাবে সম্পাদন করবে, অতঃপর দন্ডায়মান হয়ে দু’রাকাআত বা চার রাকাআত (বর্ণনাকারী সাহলের সন্দেহ) সালাত আদায় করবে- উত্তমভাবে তাতে নির্দিষ্ট যিকির পাঠ করবে এবং অতি বিনয়ের সাথে তা আদায় করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন।’’
(ইমাম আহমাদ হাসান সনদে হাদীছটি বর্ণনা করেছেন ৬/৪৫০)
الترغيب في ركعتين بعد الوضوء
(حسن ) وَعَنْ أبِيْ الدَّرْداَءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، أَوْ أَرْبَعًا - شَكَّ سَهْلٌ - يُحْسِنُ فِيهِنَّ الذِّكْرَ، وَالْخُشُوعَ ثُمَّ اسْتَغْفَرَ اللهَ عَزَّ وَجَلَّ غَفَرَ لَهُ. رواه أحمد بإسناد حسن