পরিচ্ছেদঃ ৮) ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধকরণ
১৯৭. (সহীহ লি গাইরিহী) ছাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমরা সত্য ও সঠিক পথের উপর অটল ও অবিচল থাক। আমলের ছোয়াব গণনা করে রেখো না। জেনে রেখো তোমাদের সর্বোত্তম আমল হল, সালাত। আর মুমিন ব্যাক্তি ছাড়া কেউ ওযুর প্রতি যত্নশীল হয় না।’’
(ইবনু মাজাহ্ সহীহ সনদে ২৭৭ এবং হাকেম ১/১৩০ হাদীছটি বর্ণনা করেছেন)
সহীহ ইবনু হিব্বানের বর্ণনায় হাদীসের প্রথমাংশে উল্লেখিত হয়েছেঃ
سددوا وقاربوا واعلموا أن خير أعمالكم الصلاة
’’তোমরা সঠিক পথ অনুসন্ধান করে তদানুযায়ী আমল কর এবং তার নিকটবর্তী থাকার চেষ্টা কর। বাড়াবাড়ী ও শিথীলতা পরিহার কর। আর জেনে রেখো তোমাদের সর্বোত্তম আমল হল সালাত....।’’
الترغيب في المحافظة على الوضوء وتجديده
(صحيح لغيره) عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمْ الصَّلَاةَ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ .
رواه ابن ماجه بإسناد صحيح والحاكم
পরিচ্ছেদঃ ৮) ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধকরণ
১৯৮. (সহীহ লি গাইরিহী) ইবনু মাজাহ হাদীছটি লাইছ বিন আবু সুলাইমের বরাতে মুজাহিদ থেকে, তিনি আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণনা করেন।
الترغيب في المحافظة على الوضوء وتجديده
-
পরিচ্ছেদঃ ৮) ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধকরণ
১৯৯. (সহীহ লি গাইরিহী) এমনিভাবে তিনি (ইবনু মাজাহ্) আবু হাফছের (তিনি মাজহুল বা অজ্ঞাত রাবী) বরাতে আবু উমামাহ্ থেকে মারফূ’ সূত্রে হাদীছটি বর্ণনা করেছেন।
الترغيب في المحافظة على الوضوء وتجديده
-
পরিচ্ছেদঃ ৮) ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধকরণ
২০০. (হাসান সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আমার উম্মতের উপর আমি যদি কঠিন মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক সালাতের সময় ওযু করার আদেশ করতাম, এবং প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার নির্দেশ দিতাম।’’
(হাসান সনদে আহমাদ ২/৪৬০ হাদীছটি রেওয়ায়াত করেন)
الترغيب في المحافظة على الوضوء وتجديده
(حسن صحيح) و عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ عِنْدَ كُلِّ صَلَاةٍ بِوُضُوءٍ ومَعَ كُلِّ وُضُوءٍ بِسِوَاكٍ . رواه أحمد بإسناد حسن
পরিচ্ছেদঃ ৮) ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধকরণ
২০১. (সহীহ) আবদুল্লাহ্ বিন বুরায়দা তাঁর পিতা (বুরায়দা রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন এক সকালে বেলাল (রাঃ) কে ডাকলেন, অতঃপর বললেনঃ হে বেলাল! এমন কোন কাজের মাধ্যমে তুমি জান্নাতে আমার অগ্রগামী হলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করেছিলাম, তখন আমার আগে আগে তোমার চলার শব্দ শুনেছি?’’
বেলাল বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি যখনই আযান দিয়েছি তখনই দু’রাকাত সালাত আদায় করেছি এবং যখনই কোন নাপাকির সম্মুখিন হয়েছি তখনই ওযু করে নিয়েছি। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ’’একারণেই।’’
(হাদীছটি বর্ণনা করেছেন তিরমিযী, আহমাদ ও ইবনু খুযায়মা)
الترغيب في المحافظة على الوضوء وتجديده
(صحيح) و عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَصْبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَدَعَا بِلَالًا فَقَالَ: " يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ، إني دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةِ فَسَمِعَتْ خَشْخَشَتَكَ أَمَامِي " فَقَالَ بِلَالٌ: يَا رَسُولَ اللهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ، وَلَا أَصَابَنِي حَدَّثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَ، فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بِهَذَا ". رواه ابن خزيمة