পরিচ্ছেদঃ জুমআর দিনের বিশেষ (দু’আ কবুলের) একটি সময়

৫১৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা জুমআর দিনের কথা আলোচনা করতে গিয়ে বললেনঃ তাতে এমন একটি সময় রয়েছে সে সময়ে কোন মুসলিম ব্যক্তি যদি দাঁড়িয়ে নামায অবস্থায় আল্লাহর কাছে কোন জিনিষ চায়, আল্লাহ তাকে উক্ত জিনিষ অবশ্যই প্রদান করেন। তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সময়টি খুবই সংক্ষিপ্ত।

باب السَّاعَةِ الَّتِي فِي يَوْمِ الْجُمُعَةِ

৫১৩ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ فِيهِ سَاعَةٌ لا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ. وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا

৫১৩ عن ابي هريرة ان رسول الله ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قاىم يصلي يسال الله تعالى شيىا الا اعطاه اياه واشار بيده يقللها

An hour (opportune-lucky time) on Friday


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) (p.b.u.h) talked about Friday and said, "There is an hour (opportune time) on Friday and if a Muslim gets it while praying and asks something from Allah, then Allah will definitely meet his demand." And he (the Prophet) pointed out the shortness of that time with his hands.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১১. কিতাবুল জুমআ বা জুমআ পর্ব (كتاب الجمعة) Friday Prayer