পরিচ্ছেদঃ জুমআর দিন ইমাম খুতবা দেয়ার সময় অন্যকে চুপ করানো

৫১২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জুমআর দিন ইমাম যখন খুতবা দিতে থাকবেন তখন যদি তোমার পাশের ব্যক্তিকে বল চুপ থাক, তাহলে তুমি অনর্থক কাজ করলে।

باب الإِنْصَاتِ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ

৫১২ـ عَنِ أبي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ: أَنْصِتْ، وَالإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ

৫১২ عن ابي هريرة ان رسول الله قال اذا قلت لصاحبك يوم الجمعة انصت والامام يخطب فقد لغوت

One should keep quiet and listen while the Imam is delivering the Khutba


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When the Imam is delivering the Khutba, and you ask your companion to keep quiet and listen, then no doubt you have done an evil act."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১১. কিতাবুল জুমআ বা জুমআ পর্ব (كتاب الجمعة) Friday Prayer