পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের কিরাআত

৪৩২) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তাঁর মা উম্মে ফজল তাঁকে ‘ওয়াল মুরসালাতি উরফান্’ তথা সূরা ‘মুরসালাত’ পাঠ করতে শুনে বললেনঃ হে আমার পুত্র! তুমি এই সূরাটি পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, এটিই সর্বশেষ সূরা, যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে পড়তে শুনেছি।

باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ

৪৩২ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا: أَنَّهُ قَالَ: إِنَّ أُمَّ الْفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ: ﴿وَالْمُرْسَلاتِ عُرْفًا﴾، فَقَالَتْ: يَا بُنَيَّ، وَاللَّهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ، إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ.

৪৩২ـ عن ابن عباس رضي الله عنهما: انه قال: ان ام الفضل سمعته وهو يقرا: ﴿والمرسلات عرفا﴾، فقالت: يا بني، والله لقد ذكرتني بقراءتك هذه السورة، انها لاخر ما سمعت من رسول الله يقرا بها في المغرب.

The recitation of the Qur'an in the Magrib prayer


Narrated Ibn `Abbas:

(My mother) Umu-l-Fadl heard me reciting "Wal Mursalati `Urfan" (77) and said, "O my son! By Allah, your recitation made me remember that it was the last Sura I heard from Allah's Messenger (ﷺ). He recited it in the Maghrib prayer."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের কিরাআত

৪৩৩) যায়েদ বিন ছাবেত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে কুরআনের বড় দু’টি সূরার মধ্য হতে অধিকতর বড়টি পাঠ করতে শুনেছি।

টিকাঃ মাগরিবের নামাযের সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই এতে ছোট ছোট সূরা পাঠ করা মুস্তাহাব। তবে এ হাদীছ থেকে এও জানা যাচ্ছে যে, পরিস্থিতি বুঝে কখনও কখনও দীর্ঘ সূরা পড়া উচিত। এটিও সুন্নাতের অন্তর্ভূক্ত।

باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ

৪৩৩ ـ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: قَدْ سَمِعْتُ النَّبِيَّ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ. (بخارى:৭৬৪)

৪৩৩ ـ عن زيد بن ثابت قال: قد سمعت النبي يقرا في المغرب بطولى الطوليين. (بخارى:৭৬৪)

The recitation of the Qur'an in the Magrib prayer


Narrated Zaid bin Thabit:

He said I heard the Prophet (ﷺ) reciting the longer of the two long Suras?"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে