৪৩৩

পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের কিরাআত

৪৩৩) যায়েদ বিন ছাবেত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে কুরআনের বড় দু’টি সূরার মধ্য হতে অধিকতর বড়টি পাঠ করতে শুনেছি।

টিকাঃ মাগরিবের নামাযের সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই এতে ছোট ছোট সূরা পাঠ করা মুস্তাহাব। তবে এ হাদীছ থেকে এও জানা যাচ্ছে যে, পরিস্থিতি বুঝে কখনও কখনও দীর্ঘ সূরা পড়া উচিত। এটিও সুন্নাতের অন্তর্ভূক্ত।

باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ

৪৩৩ ـ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: قَدْ سَمِعْتُ النَّبِيَّ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ. (بخارى:৭৬৪)

The recitation of the Qur'an in the Magrib prayer


Narrated Zaid bin Thabit: He said I heard the Prophet (ﷺ) reciting the longer of the two long Suras?"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যায়দ ইবনু সাবিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ