পরিচ্ছেদঃ যোহরের নামাযের কিরাআত

৪৩১) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামাযের প্রথম দু’রাকআতে সূরা ফাতেহা পাঠ করার পর আরো দু’টি সূরা পাঠ করতেন। দু’রাকআতের প্রথম রাকআতে কিরাআত লম্বা করতেন এবং দ্বিতীয় রাকআতে সংক্ষেপ করতেন। কখনও কখনও তিনি আয়াত শুনাতেন। আর তিনি আসরের নামাযের প্রথম দু’রাকআতে সূরা ফাতেহা পাঠ করার পর আরো দু’টি সূরা পাঠ করতেন। দু’রাকআতের প্রথম রাকআতে কিরাআত লম্বা করতেন এবং দ্বিতীয় রাকআতে তা সংক্ষেপ করতেন। তিনি ফজরের নামাযের প্রথম রাকআতে দীর্ঘ কিরাআত পাঠ করতেন এবং দ্বিতীয় রাকআতে সংক্ষেপ করতেন।

باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ

৪৩১ـ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: كَانَ النَّبِيُّ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، يُطَوِّلُ فِي الأُولَى، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيُسْمِعُ الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يَقْرَأُ فِي الْعَصْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَكَانَ يُطَوِّلُ فِي الأُولَى وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَكَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاةِ الصُّبْحِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ. (بخارى:৭৫৯)

৪৩১ عن ابي قتادة قال كان النبي يقرا في الركعتين الاوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين يطول في الاولى ويقصر في الثانية ويسمع الاية احيانا وكان يقرا في العصر بفاتحة الكتاب وسورتين وكان يطول في الاولى ويقصر في الثانية وكان يطول في الركعة الاولى من صلاة الصبح ويقصر في الثانية بخارى৭৫৯

The recitation of the Qur'an in a Zuhr prayer


Narrated `Abi Qatada:

"The Prophet (ﷺ) in Zuhr prayers used to recite Al-Fatiha along with two other Suras in the first two rak`at: a long one in the first rak`a and a shorter (Sura) in the second, and at times the verses were audible. In the `Asr prayer the Prophet (ﷺ) used to recite Al-Fatiha and two more Suras in the first two rak`at and used to prolong the first rak`a. And he used to prolong the first rak`a of the Fajr prayer and shorten the second.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)