পরিচ্ছেদঃ যানবাহন, উট, গাছ, পালকি ইত্যাদি সামনে রেখে নামায আদায় করা

৩১৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটকে আড়াআড়িভাবে বসিয়ে তার দিকে মুখ ফিরিয়ে নামায পড়তেন। নাফে বলেনঃ আমি ইবনে উমারকে জিজ্ঞেস করলামঃ উট চলা শুরু করলে তিনি কি করতেন? তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাওদাজটি নিয়ে সোজা করে রাখতেন এবং তার শেষ প্রান্তের কাঠের দিকে মুখ ফিরিয়ে নামায আদায় করতেন। ইবনে উমার (রাঃ) এরূপই করতেন।

টিকাঃ সম্ভবতঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালকিটি প্রথম থেকেই এভাবে রাখতেন যাতে উট চলে গেলেও হাওদাজটি সুতরা হিসাবে থেকে যেত।

باب الصَّلاَةِ إِلَى الرَّاحِلَةِ وَالْبَعِيرِ وَالشَّجَرِ وَالرَّحْلِ

৩১৪ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا، عَنِ النَّبِيِّ : أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا قيل لنافع: أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ؟ قَالَ كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ أَوْ قَالَ مُؤَخَّرِهِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ.

৩১৪ عن ابن عمر رضي الله عنهما عن النبي انه كان يعرض راحلته فيصلي اليها قيل لنافع افرايت اذا هبت الركاب قال كان ياخذ هذا الرحل فيعدله فيصلي الى اخرته او قال موخره وكان ابن عمر يفعله

To offer As-Salat (the prayer) facing a Rahila camel, a tree or a camel saddle as a Sutra).


Narrated Nafi`:

"The Prophet (ﷺ) used to make his she-camel sit across and he would pray facing it (as a Sutra)." I asked, "What would the Prophet (ﷺ) do if the she-camel was provoked and moved?" He said, "He would take its camel-saddle and put it in front of him and pray facing its back part (as a Sutra). And Ibn `Umar used to do the same." (This indicates that one should not pray except behind a Sutra).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)