পরিচ্ছেদঃ খাট বা চৌকি সামনে রেখে নামায পড়া

৩১৫) আয়েশা (রাঃ) একদা লোকদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা মহিলাদেরকে কুকুর ও গাধার সমান করে দিয়েছ? অথচ আমি খাটের উপর শুয়ে থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে প্রবেশ করে খাটের মাঝ বরাবর দাঁড়িয়ে নামায পড়তেন। অর্থাৎ খাটটি তাঁর ও কিবলার মাঝে থাকত। আর আয়েশা (রাঃ) থাকতেন খাটের উপরে। আয়েশা (রাঃ) বলেনঃ নামায অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিবলার দিকে সোজা হয়ে দাঁড়ানোকে আমি অপছন্দ করতাম। তাই আমি আস্তে আস্তে খাটের পায়ের দিকে যেতাম এবং লেপের নীচ থেকে বের হতাম।

باب الصَّلاَةِ إِلَى السَّرِيرِ

৩১৫ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: أَعَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ؟ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ ، فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ، فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَيِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي.

৩১৫ عن عاىشة رضي الله عنها قالت اعدلتمونا بالكلب والحمار لقد رايتني مضطجعة على السرير فيجيء النبي فيتوسط السرير فيصلي فاكره ان اسنحه فانسل من قبل رجلي السرير حتى انسل من لحافي

To offer As-Salat (the prayer) facing a bed


Narrated `Aisha:

Do you make us (women) equal to dogs and donkeys? While I used to lie in my bed, the Prophet (ﷺ) would come and pray facing the middle of the bed. I used to consider it not good to stand in front of him in his prayers. So I used to slip away slowly and quietly from the foot of the bed till I got out of my guilt.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)