পরিচ্ছেদঃ অযুর অঙ্গগুলো দু’বার করে ধৌত করা

১২৭) আব্দুল্লাহ বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযুর অঙ্গগুলো দু’বার করে ধৌত করেছেন।

باب الْوُضُوءِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ

১২৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الأنصاري: أَنَّ النَّبِيَّ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ. (بخاري:১৫৮)

১২৭ عن عبد الله بن زيد الانصاري ان النبي توضا مرتين مرتين بخاري১৫৮

The washing of the body parts twice while performing ablution


Narrated `Abdullah bin Zaid:

The Prophet (ﷺ) performed ablution by washing the body parts twice.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')