পরিচ্ছেদঃ অযুর অঙ্গগুলো একবার একবার ধৌত করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ১২৬, আন্তর্জাতিক নাম্বারঃ ১৫৭
১২৬) আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযুর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশনঃ ১৫৯
ইসলামিক সেন্টারঃ ১৫৪
ইসলামিক সেন্টারঃ ১৫৪
باب الْوُضُوءِ مَرَّةً مَرَّةً
১২৬ـ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: تَوَضَّأَ النَّبِيُّ مَرَّةً مَرَّةً. (بخاري:১৫৭)
১২৬ـ عن ابن عباس قال: توضا النبي مرة مرة. (بخاري:১৫৭)
The washing of the body parts (i.e., the parts which are washed in ablution) once only while performing ablution
Narrated Ibn `Abbas:
The Prophet (ﷺ) performed ablution by washing the body parts only once.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')