পরিচ্ছেদঃ রাতে নসীহত করা এবং শিক্ষা দান

৯৬) উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে বললেনঃ সুবহানাল্লাহ! আজ রাতে কত ফিতনা ও বিপদাপদ অবর্তীণ হল! কত ধন-ভান্ডার খুলে দেয়া হল! কক্ষে ঘুমন্ত মহিলাদেরকে জাগিয়ে দাও। দুনিয়াতে পোষাক পরিধানকারী অনেক মহিলা কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় থাকবে।

باب الْعِلْمِ وَالْعِظَةِ بِاللَّيْلِ

৯৬ ـ عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: اسْتَيْقَظَ النَّبِيُّ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتَنِ، وَمَاذَا فُتِحَ مِنَ الْخَزَائِنِ، أَيْقِظُوا صَوَاحِبَاتِ الْحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ.

৯৬ عن ام سلمة رضي الله عنها قالت استيقظ النبي ذات ليلة فقال سبحان الله ماذا انزل الليلة من الفتن وماذا فتح من الخزاىن ايقظوا صواحبات الحجر فرب كاسية في الدنيا عارية في الاخرة

The knowledge and its teaching and preaching at night


Narrated Um Salama:

One night Allah's Messenger (ﷺ) got up and said, "Subhan Allah! How many afflictions have been descended tonight and how many treasures have been disclosed! Go and wake the sleeping lady occupants of these dwellings (his wives) up (for prayers). A well-dressed (soul) in this world may be naked in the Hereafter. "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৩. কিতাবুল ইলম (كتاب العلم) Knowledge