পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮২(১). আবু উমার আল-কাযী (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। আমার ইবনুল আস (রাঃ) প্রতি ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে তাইয়াম্মুম করতেন। আর কাতাদা (রহঃ)-ও তদ্রুপ ফতওয়া দিতেন (বায়হাকী)।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، نَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنْ قَتَادَةَ : " أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ كَانَ يَتَيَمَّمُ لِكُلِّ صَلَاةٍ ، وَبِهِ كَانَ يُفْتِي قَتَادَةُ
পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮৩(২)। ইসমাঈল ইবনে আলী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রতি ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে তাইয়াম্মুম করতে হবে (বায়হাকী)।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَلِيٍّ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ ، نَا هُشَيْمٌ ، عَنْ حَجَّاجٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْحَارِثِ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : " يَتَيَمَّمُ لِكُلِّ صَلَاةٍ
পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮৪(৩). ইসমাঈল (রহঃ) ... আমের আল-আহওয়াল (রহঃ) থেকে বর্ণিত। আমর ইবনুল আস (রাঃ) বলেন, প্রতি ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে তাইয়াম্মুম করতে হবে।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، نَا إِبْرَاهِيمُ ، نَا أَبُو بَكْرٍ ، نَا ابْنُ مَهْدِيٍّ ، عَنْ هَمَّامٍ ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ ؛ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ قَالَ : يَتَيَمَّمُ لِكُلِّ صَلَاةٍ
পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮৫(৪). আল-কাযী আবু উমার (রহঃ) ... নাফে’ (রহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাঃ) প্রতি ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে তাইয়াম্মুম করতেন।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ ، نَا عَبْدُ الْوَارِثِ ، نَا عَامِرٌ الْأَحْوَلُ ، عَنْ نَافِعٍ : " أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَتَيَمَّمُ لِكُلِّ صَلَاةٍ
পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮৬(৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুন্নাত নিয়ম এই যে, কোন ব্যক্তি (এক) তাইয়াম্মুমের দ্বারা কেবল এক ওয়াক্ত নামাযই পড়বে। অতঃপর সে পরবর্তী ওয়াক্তের নামাযের জন্য পুনরায় তাইয়াম্মুম করবে। আল-হাসান ইবনে উমারা (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল (কতক বলেন, তিনি প্রত্যাখ্যাত)।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ ، عَنِ الْحَكَمِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " مِنَ السُّنَّةِ أَنْ لَا يُصَلِّيَ الرَّجُلُ بِالتَّيَمُّمِ إِلَّا صَلَاةً وَاحِدَةً ، ثُمَّ يَتَيَمَّمُ لِلصَّلَاةِ الْأُخْرَى " . وَالْحَسَنُ بْنُ عُمَارَةَ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮৭(৬). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সা’দান আস-সায়দালানী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুন্নাত নিয়ম হলো—এক তাইয়াম্মুম দ্বারা এক ওয়াক্তের অধিক নামায পড়া যাবে না।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدَانَ الصَّيْدَلَانِيُّ ، نَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ ، نَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ ، عَنِ الْحَكَمِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " مِنَ السُّنَّةِ أَنْ لَا يُصَلَّى بِالتَّيَمُّمِ أَكْثَرُ مِنْ صَلَاةٍ وَاحِدَةٍ
পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে
৬৮৮(৭). ইসমাঈল ইবনে আলী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক তাইয়াম্মুম দ্বারা কেবল এক ওয়াক্ত নামাযই পড়া যাবে।
بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَلِيٍّ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا ابْنُ زَنْجَوَيْهِ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ ، عَنِ الْحَكَمِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " لَا يُصَلَّى بِالتَّيَمُّمِ إِلَّا صَلَاةٌ وَاحِدَةٌ