৬৮৬

পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে

৬৮৬(৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুন্নাত নিয়ম এই যে, কোন ব্যক্তি (এক) তাইয়াম্মুমের দ্বারা কেবল এক ওয়াক্ত নামাযই পড়বে। অতঃপর সে পরবর্তী ওয়াক্তের নামাযের জন্য পুনরায় তাইয়াম্মুম করবে। আল-হাসান ইবনে উমারা (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল (কতক বলেন, তিনি প্রত্যাখ্যাত)।

بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ ، عَنِ الْحَكَمِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " مِنَ السُّنَّةِ أَنْ لَا يُصَلِّيَ الرَّجُلُ بِالتَّيَمُّمِ إِلَّا صَلَاةً وَاحِدَةً ، ثُمَّ يَتَيَمَّمُ لِلصَّلَاةِ الْأُخْرَى " . وَالْحَسَنُ بْنُ عُمَارَةَ ضَعِيفٌ

حدثنا محمد بن اسماعيل الفارسي ، نا اسحاق بن ابراهيم ، نا عبد الرزاق ، عن الحسن بن عمارة ، عن الحكم ، عن مجاهد ، عن ابن عباس ، قال : " من السنة ان لا يصلي الرجل بالتيمم الا صلاة واحدة ، ثم يتيمم للصلاة الاخرى " . والحسن بن عمارة ضعيف

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)