আমির আল আহওয়াল (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ১০০. কোনো মহিলা ‘জুনুবী’ হয়, এর পরপরই তার হায়েয আসে

১০০২. আমির আল আহওয়াল হতে, তিনি হাসান রাহি. হতে অনুরূপ বর্ণনা করেছেন।[1]

بَابُ الْمَرْأَةِ تَجْنُبُ ثُمَّ تَحِيضُ

حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ حَمَّادٍ عَنْ عَامِرٍ الْأَحْوَلِ عَنْ الْحَسَنِ مِثْلَ ذَلِكَ
إسناده صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আমির আল আহওয়াল (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে

৬৮৪(৩). ইসমাঈল (রহঃ) ... আমের আল-আহওয়াল (রহঃ) থেকে বর্ণিত। আমর ইবনুল আস (রাঃ) বলেন, প্রতি ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে তাইয়াম্মুম করতে হবে।

بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، نَا إِبْرَاهِيمُ ، نَا أَبُو بَكْرٍ ، نَا ابْنُ مَهْدِيٍّ ، عَنْ هَمَّامٍ ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ ؛ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ قَالَ : يَتَيَمَّمُ لِكُلِّ صَلَاةٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আমির আল আহওয়াল (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে