পরিচ্ছেদঃ ২১. যিনি এক নিঃশ্বাসে পানি পান করেন, তাঁর সম্পর্কে
২১৬০. আবীল মুছান্না রাহি. হতে বর্ণিত, তিনি বলেন, আমি মারওয়ানের নিকট ছিলাম, এমতাবস্থায় সেখানে আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। আর তিনি বললেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমি তো এক শ্বাসে পানি পান করে তৃপ্তি পাই না। তিনি বললেন: “তাহলে তোমার মুখ থেকে পানির পেয়ালাটি সরিয়ে নিবে এবং শ্বাস ফেলবে।” লোকটি বলল, পাত্রে আবর্জনা পরিলক্ষিত হলে? তিনি বললেন: “তা ঢেলে ফেলে দাও।”[1]
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫৩২৭ এবং মাওয়ারিদুয যাম’আন নং ১৩৬৭।
এছাড়াও, আহমাদ ৩/৫৭; ইবনু আবী শাইবা ৮/২২০ নং ৪৩২০; বাগাবী, শারহুস সুন্নাহ ১১/৩৭২ নং ৩০৩৬; ইবনু আব্দুল বারর, আত তামহীদ ১/৩৯১। দেখুন, ফাতুহল বারী ১০/৯৩; নাইলুল আওতার ৯/৭৮-৮০; ইবনু আবী শাইবা ৮/২৬-২১৮।
بَاب مَنْ شَرِبَ بِنَفَسٍ وَاحِدٍ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ عِيسَى عَنْ مَالِكٍ عَنْ أَيُّوبَ بْنِ حَبِيبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي الْمُثَنَّى قَالَ كُنْتُ عِنْدَ مَرْوَانَ فَجَاءَ أَبُو سَعِيدٍ فَقَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ قَالَ فَأَبِنْ الْإِنَاءَ عَنْ فِيكَ ثُمَّ تَنَفَّسْ قَالَ إِنِّي أَرَى الْقَذَاةَ قَالَ أَهْرِقْهُ
পরিচ্ছেদঃ ২১. যিনি এক নিঃশ্বাসে পানি পান করেন, তাঁর সম্পর্কে
২১৬১. আবী কাতাদা তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: “তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন ডান হাত দিয়ে তার পুরূষাঙ্গ স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে ইসতিনজা না করে এবং (পান করার সময়) যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে।”[1]
তাখরীজ: বুখারী, উযু ১৫৩-১৫৪; মুসলিম, ত্বহারাত ২৬৭;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫৩২৯ তে। এছাড়াও, ইবনু আবী শাইবা ৮/২১৮ নং ৪২২৪৪।
بَاب مَنْ شَرِبَ بِنَفَسٍ وَاحِدٍ
أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا بَالَ أَحَدُكُمْ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَلَا يَسْتَنْجِي بِيَمِينِهِ وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ