পরিচ্ছেদঃ ৪৩৮- কারো পায়ে ঝিঝি ধরলে যা বলবে।

৯৭৩। আবদুর রহমান ইবনে সাদ (রহঃ) বলেন, ইবনে উমার (রাঃ) এর পা ঝিঝি ধরে অবশ হলে এক ব্যক্তি তাকে বললো, আপনার প্রিয়মত ব্যক্তিকে স্মরণ করুন। তিনি বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। (ইবনুস সুন্নী)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ قَالَ‏:‏ خَدِرَتْ رِجْلُ ابْنِ عُمَرَ، فَقَالَ لَهُ رَجُلٌ‏:‏ اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، فَقَالَ‏:‏ يَا مُحَمَّدُ‏.‏

حدثنا ابو نعيم، قال‏:‏ حدثنا سفيان، عن ابي اسحاق، عن عبد الرحمن بن سعد قال‏:‏ خدرت رجل ابن عمر، فقال له رجل‏:‏ اذكر احب الناس اليك، فقال‏:‏ يا محمد‏.‏


'Abdu'r-Rahman ibn Sa'd said, "Ibn 'Umar's foot went to sleep and a man said to him, 'Mention the person you love most.' He said, 'Muhammad.'"


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
হাঁচি ও তার জবাবদান