পরিচ্ছেদঃ ৩৭৬- শিশুর জন্মের পূর্বেই কারো উপনাম গ্রহণ।
৮৫৬। ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহ (রাঃ) আলকামা (রহঃ) এর ডাকনাম রাখেন “আবু শিবল”। অথচ তখনও তার কোন সন্তান জন্মগ্রহণ করেনি।
بَابُ الْكُنْيَةِ قَبْلَ أَنْ يُولَدَ لَهُ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ عَبْدَ اللهِ كَنَّى عَلْقَمَةَ: أَبَا شِبْلٍ، وَلَمْ يُولَدْ لَهُ.
'Abdullah gave 'Alqama the kunya Abu Shibl when he had no children.
পরিচ্ছেদঃ ৩৭৬- শিশুর জন্মের পূর্বেই কারো উপনাম গ্রহণ।
৮৫৭। আলকামা (রহঃ) বলেন, আমার কোন সন্তান ভূমিষ্ঠ না হতেই আবদুল্লাহ (রাঃ) আমার ডাকনাম রাখেন।
بَابُ الْكُنْيَةِ قَبْلَ أَنْ يُولَدَ لَهُ
حَدَّثَنَا عَارِمٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ: كَنَّانِي عَبْدُ اللهِ قَبْلَ أَنْ يُولَدَ لِي.
'Alqama said, "'Abdullah gave me a kunya before I had a child."