পরিচ্ছেদঃ ৭/১০. সালাতের পূর্বে দু' খুৎবার বর্ণনা এবং এ দুয়ের মাঝে বসা।
৪৯৯. ’আবদুল্লাহ্ ইবনু ’উমার (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। অতঃপর বসতেন এবং পুনরায় দাঁড়াতেন। যেমন তোমরা এখন করে থাক।
সহীহুল বুখারী, পৰ্ব ১১: জুমুআহ, অধ্যায় ২৭, হাঃ ৯২০; মুসলিম, পর্ব ৭ জুমুআহর বর্ণনা, অধ্যায় ১০, হাঃ ৮৬১
ذكر الخطبتين قبل الصلاة وما فيهما من الجلسة
حديث ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ
حديث ابن عمر قال: كان النبي صلى الله عليه وسلم يخطب قاىما، ثم يقعد، ثم يقوم، كما تفعلون الان
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৭/ জুমু‘আহর বর্ণনা (كتاب الجمعة)