নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
رفع الیدین হস্ত উত্তোলন প্রসঙ্গ
নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন সময় তাকবীর বলার সাথে হস্ত উত্তোলন করতেন।[1] আবার কখনো বা তাকবীরের পরে[2] আবার কখনো বা তাকবীরের পূর্বে[3] হস্ত উত্তোলন করতেন।
“তিনি অঙ্গুলিসমূহ প্রসারিত অবস্থায় দু’হাত উত্তোলন করতেন। তবে আঙ্গুলসমূহের মাঝে ফাঁক করতেন না এবং একেবারে মিলাতেনও না।[4] হস্তদ্বয়কে স্বীয় কাঁধ বরাবর উঠাতেন।[5] আবার কখনো বা কানের লতি বরাবর উঠাতেন।[6]
[1] বুখারী ও নাসাঈ।
[2] বুখারী ও নাসাঈ।
[3] বুখারী ও আবু দাউদ।
[4] আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৬২/২ ও ৬৪/১) তামামুল মিন্নাহ এবং হাকিম একে ছহীহ বলেছেন ও যাহাবী তাঁর সমর্থন দিয়েছেন।
[5] বুখারী ও নাসাঈ।
[6] বুখারী ও আবু দাউদ।
[2] বুখারী ও নাসাঈ।
[3] বুখারী ও আবু দাউদ।
[4] আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৬২/২ ও ৬৪/১) তামামুল মিন্নাহ এবং হাকিম একে ছহীহ বলেছেন ও যাহাবী তাঁর সমর্থন দিয়েছেন।
[5] বুখারী ও নাসাঈ।
[6] বুখারী ও আবু দাউদ।