ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
رفع الیدین হস্ত উত্তোলন প্রসঙ্গ

নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন সময় তাকবীর বলার সাথে হস্ত উত্তোলন করতেন।[1] আবার কখনো বা তাকবীরের পরে[2] আবার কখনো বা তাকবীরের পূর্বে[3] হস্ত উত্তোলন করতেন।

“তিনি অঙ্গুলিসমূহ প্রসারিত অবস্থায় দু’হাত উত্তোলন করতেন। তবে আঙ্গুলসমূহের মাঝে ফাঁক করতেন না এবং একেবারে মিলাতেনও না।[4] হস্তদ্বয়কে স্বীয় কাঁধ বরাবর উঠাতেন।[5] আবার কখনো বা কানের লতি বরাবর উঠাতেন।[6]

[1] বুখারী ও নাসাঈ।

[2] বুখারী ও নাসাঈ।

[3] বুখারী ও আবু দাউদ।

[4] আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৬২/২ ও ৬৪/১) তামামুল মিন্নাহ এবং হাকিম একে ছহীহ বলেছেন ও যাহাবী তাঁর সমর্থন দিয়েছেন।

[5] বুখারী ও নাসাঈ।

[6] বুখারী ও আবু দাউদ।