যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি চতুর্থ প্রকার যাদু ওয়াহীদ বিন আব্দুস সালাম বালী
পাগল করা যাদু কিভাবে করা হয়?
যেই জ্বিনের উপর এই যাদুর কাজ অপিত হয় (যাদুকরের নির্দেশ অনুযায়ী) সেই জ্বিন রোগীর মস্তিষ্কে অবস্থান করে তার স্মরণশক্তি ও চালিকা শক্তির উপর এমনভাবে চাপ সৃষ্টি করে ও কন্ট্রোল করে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। যার ফলে পাগলের অবস্থায় পতিত হয়।