যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি চতুর্থ প্রকার যাদু ওয়াহীদ বিন আব্দুস সালাম বালী
পাগল করা যাদুর লক্ষনসমূহ
১। অস্থিরতা, দিশাহারা ও ভুল-ভ্রান্তি বেশি হওয়া।
২। কথা-বার্তায় সামঞ্জস্যহীনতা।
৩। চোখের অবস্থা পরিবর্তন হওয়া এবং অসুন্দর হওয়া।
৪ । কোন এক স্থানে স্ত্রীর না থাকা।
৫। কোন এক কর্মে স্থীর না থাকা।
৬। নিজে পরিপাটি থাকায় উদাসীনতা ।
৭। আর যে সময় তা চূড়ান্তরূপ ধারণ করে সেই রোগী অজানা পথে চলতে থাকে। আর কখনও কখনও নির্জন স্থানে শুয়ে যায়।