নবীদের কাহিনী নবী চরিত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
এক নযরে উম্মাহাতুল মুমিনীন বর্ণিত হাদীছ সমূহ (الاحاديث المروية من امهاة المؤمنين فى لمحة)

ক্রমিক

নাম

মুত্তাফাক্ব ‘আলাইহ

এককভাবে বুখারী

এককভাবে মুসলিম

অন্যান্য হাদীছগ্রন্থ

মোট

১.

সওদাহ বিনতে যাম‘আহ

**

**

২.

আয়েশা বিনতে আবুবকর

১৭৪

৫৪

১৯৭৩

২২১০

৩.

হাফছাহ বিনতে ওমর

**

৫০

৬০

৪.

উম্মে সালামাহ

১৩

১৩

৩৪৯

৩৭৮

৫.

যয়নব বিনতে জাহশ

**

**

১১

৬.

জুওয়াইরিয়া

**

৭.

উম্মে হাবীবাহ

 

৬২

৬৫

৮.

ছাফিইয়াহ

 

 

১০

৯.

মায়মূনাহ

৬৩

৭৬

 

সর্বমোট

২০৩

৬১

৩৬

২৫২২

২৮২২

বি.দ্র. খাদীজা (রাঃ) থেকে কোন হাদীছ বর্ণিত হয়নি। যাহাবী মায়মূনা বিনতুল হারেছ (রাঃ) বর্ণিত হাদীছের সংখ্যা ১৩টি বলেছেন (সিয়ারু আ‘লাম ২/২৪৫)। মানছূরপুরী আয়েশা (রাঃ) কর্তৃক মুসলিমে বর্ণিত হাদীছের সংখ্যা ৬৭টি সহ মোট ২৩১২টি লিখেছেন (রহমাতুল্লিল ‘আলামীন ২/১৫৫)। আমরা অধিকাংশ বিদ্বানের গৃহীত সংখ্যাগুলি উল্লেখ করলাম।