কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবীদের কাহিনী নবী চরিত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
এক নযরে উম্মাহাতুল মুমিনীন বর্ণিত হাদীছ সমূহ (الاحاديث المروية من امهاة المؤمنين فى لمحة)
ক্রমিক |
নাম |
মুত্তাফাক্ব ‘আলাইহ |
এককভাবে বুখারী |
এককভাবে মুসলিম |
অন্যান্য হাদীছগ্রন্থ |
মোট |
১. |
সওদাহ বিনতে যাম‘আহ |
** |
১ |
** |
৪ |
৫ |
২. |
আয়েশা বিনতে আবুবকর |
১৭৪ |
৫৪ |
৯ |
১৯৭৩ |
২২১০ |
৩. |
হাফছাহ বিনতে ওমর |
৪ |
** |
৬ |
৫০ |
৬০ |
৪. |
উম্মে সালামাহ |
১৩ |
৩ |
১৩ |
৩৪৯ |
৩৭৮ |
৫. |
যয়নব বিনতে জাহশ |
২ |
** |
** |
৯ |
১১ |
৬. |
জুওয়াইরিয়া |
** |
২ |
২ |
৩ |
৭ |
৭. |
উম্মে হাবীবাহ |
২ |
|
১ |
৬২ |
৬৫ |
৮. |
ছাফিইয়াহ |
১ |
|
|
৯ |
১০ |
৯. |
মায়মূনাহ |
৭ |
১ |
৫ |
৬৩ |
৭৬ |
|
সর্বমোট |
২০৩ |
৬১ |
৩৬ |
২৫২২ |
২৮২২ |
বি.দ্র. খাদীজা (রাঃ) থেকে কোন হাদীছ বর্ণিত হয়নি। যাহাবী মায়মূনা বিনতুল হারেছ (রাঃ) বর্ণিত হাদীছের সংখ্যা ১৩টি বলেছেন (সিয়ারু আ‘লাম ২/২৪৫)। মানছূরপুরী আয়েশা (রাঃ) কর্তৃক মুসলিমে বর্ণিত হাদীছের সংখ্যা ৬৭টি সহ মোট ২৩১২টি লিখেছেন (রহমাতুল্লিল ‘আলামীন ২/১৫৫)। আমরা অধিকাংশ বিদ্বানের গৃহীত সংখ্যাগুলি উল্লেখ করলাম।