হাদীসের নামে জালিয়াতি  ৯. জাল হাদীস চিহ্নিতকরণে বাঙালী আলিমগণ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৯. ২. ৪. ১. সুনান ইবন মাজাহ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      সুনান ইবন মাজাহর একটি হাদীস তিনি জাল বলে উল্লেখ করেছেন: ‘‘যার রাতের সালাত অধিক হবে দিবসে তার চেহারা সৌন্দর্যময় হবে’’।[1]
 [1] আবূ জাফর সিদ্দিকী, আল-মাউযূআত: উর্দু, পৃ. ৭৯, বাংলা, পৃ. ২৮৩, ৪০৪-৪০৯।